Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশ উন্নয়ন ফোরাম মেলা ২০১৫ তে কৃষি মন্ত্রণালয়ের স্টল পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী


প্রকাশন তারিখ : 2015-11-16

PM%20visits%20MoA%20stall%20at%20BDF%20fair%202015

১৫ নভেম্বর ২০১৫ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১৫ -এর শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী মেলায় (১৫-১৬ নভেম্বর) বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলো তাদের অর্জনগুলো তুলে ধরে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কৃষি মন্ত্রণালয়ের স্টল পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সরকারের সময়ে কৃষি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য সাফল্যসমূহ উপস্থাপন করা হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) জনাব আনোয়ার ফারুক এবং কৃষি তথ্য সার্ভিসের জনাব বাদল সরকার স্টলে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃষি মন্ত্রণালয়ের এসব সাফল্য তুলে ধরেন।